'আমরা নীতিগতভাবে এক' এই স্লোগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের জন্য ঘর গোছাচ্ছেন মিশা সওদাগর ও জায়েদ খান। ইতিমধ্যে নিজেদের প্যানেল ঘোষণা করেছেন তারা।এ ধারাবাহিকতায় এবার তারা সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে কম্বল বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। জায়েদ খান জানিয়েছেন, ২৬ জানুয়ারি দুপুরে এফডিসিতে মধাহ্ন ভোজ ও কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকারও অনুরোধ জানান তিনি। তাদের ...